প্রতিষ্ঠার মাত্র চার মাসের মধ্যে গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ষষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্রটি অনুমোদন পায়।
সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্যসচিব আখতার হোসেন জানান, কিছু সংশোধনীসহ খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী কাউন্সিলের আগে আহ্বায়ক কমিটি এতে সংশোধনী আনতে পারবে।
গঠনতন্ত্র অনুযায়ী, এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন জাতীয় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার করে এই দুটি পদে দায়িত্ব পালন করতে পারবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর, আর মেয়াদ শেষে ৯০ দিনের মধ্যে কাউন্সিল আয়োজিত হবে।
দলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ১১ থেকে ১৫ সদস্যবিশিষ্ট ‘রাজনৈতিক পরিষদ’ থাকবে, যেখানে অন্তত তিনজন নারী সদস্য বাধ্যতামূলক। এ পরিষদের সদস্যদের অধিকাংশ নির্বাচন করবেন জাতীয় কাউন্সিলররা, আর বাকি দুজন হবেন সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোনীত।
‘ন্যাশনাল কাউন্সিল’ গঠিত হবে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির মনোনীত সদস্যদের নিয়ে। এই ফোরাম দায়িত্ব পালন করবে রাজনৈতিক পরিষদ ও শীর্ষ নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
এদিকে নির্বাচন কমিশনের নিবন্ধন আবেদনের সময়সীমা সামনে রেখে, এনসিপির পক্ষ থেকে কমিশনে আবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, খালেদ সাইফুল্লাহ ও জহিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।