ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রামাল্লাভিত্তিক স্বশাসন কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ঘোষিত যুদ্ধবিরতিকে তারা ইতিবাচকভাবে দেখছে। তবে এই চুক্তি তখনই কার্যকর ও অর্থবহ হবে, যখন এর আওতায় গাজাও অন্তর্ভুক্ত হবে।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ৫৬ হাজার ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন। শুধু গত মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭৫৯ জন এবং আহত হয়েছেন ১৯ হাজার ৮০৭ জন।
সূত্র: আল-জাজিরা