তিনি আরো বলেন- ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে ও মাদ্রাসায় এতিম হাফেজ বাচ্চাদের মধ্যে বিভিন্ন সময় খাবার বিতরণ ও কাপড় এবং অসচ্ছল হাফেজ বাচ্চাদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করে আসছে। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ঘিলাছড়া ইউনিয়নের ঘিলাছড়া মহিলা মাদ্রাসায় অসচ্ছল ছাত্রীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী সুয়াগ মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন আলমগীর এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির কুয়েত এর বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আউয়াল কয়েস, মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা জাহিদ হাসান চৌধুরী, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বুরহান উদ্দিন সিন্দু, আবুল হোসেন, মছব্বির আলী, কয়ছর আহমদ, লাল মিয়া, ফখরুল ইসলাম, শফিক মিয়া, মাদ্রাসা কমিটির সহসভাপতি সামছুদ্দিন আহমদ, যুবলীগ নেতা জিপু আহমেদ রানা প্রমুখ।