
ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিস ও যুক্তরাজ্যসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
ফ্রান্সজুড়ে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় প্যারিসসহ ১৬টি অঞ্চলে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ এবং ৬৮টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশটির জলবায়ু মন্ত্রী একে ‘নজিরবিহীন পরিস্থিতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তীব্র গরমের কারণে প্রায় ২০০টি স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।
দাবানলের কবলে পড়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। কর্বিয়েরেস পর্বতমালার কয়েকটি বনে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি মোটরওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইতালির রোম, মিলান, ভেনিসসহ ২১টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হিটস্ট্রোক ও তাপজনিত রোগ ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
স্পেন ও পর্তুগালেও জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। যুক্তরাজ্যের হিথ্রোতে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা জুন মাসের রেকর্ড কাছাকাছি। উইম্বলডনে রেকর্ড হয়েছে টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা – ৩২.৯ ডিগ্রি।
জনসাধারণকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিভিন্ন দেশে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবা।
তীব্র তাপদাহ চলবে আরও কয়েকদিন, সতর্কতা জারি রয়েছে ইউরোপজুড়ে।



