
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের চুল পাতলা হয়ে যায়, বিশেষ করে পুরুষদের। এই সমস্যার পেছনে পুষ্টির ঘাটতি, হরমোনের পরিবর্তন, জেনেটিক কারণ, মানসিক চাপ, থাইরয়েড সমস্যা ও রাসায়নিক প্রসাধনীর অতিরিক্ত ব্যবহার দায়ী।
অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে নতুন চুল ঘন ও মজবুত হয়ে গজায়। তবে চিকিৎসকরা বলেন, ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।
ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়, মাথা কামানোর পর গজানো নতুন চুল আপাতদৃষ্টিতে ঘন মনে হলেও, সময়ের সঙ্গে তা আগের মতোই হয়। কারণ, চুল গজানোর মূল জায়গা ফলিকল শুকিয়ে গেলে আর নতুন চুল উঠে না।
তবে ন্যাড়া হওয়ার একটি উপকার আছে—লম্বা চুলের তুলনায় ছোট চুল তুলনামূলক কম ঝরে। ফলে সাময়িকভাবে চুল পড়া কমে যেতে পারে।
চুলের ঘনত্ব ধরে রাখতে চাইলে নিয়মিত পরিচর্যা, পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ।




