রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়িতে হামলা



গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ পর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনার খবর পেয়ে ইউএনও এম রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কংশুর এলাকায় ইউএনওর গাড়িতে হামলা চালানো হয়। এতে তাঁর গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হন।

ইউএনও এম রাকিবুল হাসান বলেন, “এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ফেরার পথে কংশুর এলাকায় আমাদের গাড়িতে একদল লোক হামলা চালায়।”

তিনি আরও বলেন, “কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।”

উল্লেখ্য, ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এর অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “এনসিপির পথসভা উপলক্ষে তাদের গাড়িবহর উলপুর-দুর্গাপুর সড়ক দিয়ে যাওয়ার কথা ছিল। এ কারণে ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। তিন পুলিশ সদস্য আহত হয়েছেন, পুড়ে গেছে একটি গাড়ি।”

আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!