বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



বালাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব গৌরীপুর ইউনিয়ন ও দেওয়ানবাজার ইউনিয়ন দলের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সমিতির সভাপতি জুয়েল আহমদ নুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও খেলা উপভোগ করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল হান্নান চৌধুরী,বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুনেদ মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, অর্থ সম্পাদক ওলিউর রহমান, সদস্য প্রদীপ দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ,বালাগঞ্জ বাজার বনিক সমিতির সহ সাধারন মোঃ দুলু মিয়া, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, খলিলুর রহমান খলকু, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক মনির হোসেন মনি, হুসন মিয়া, আমির হাবিব প্রমুখ।

খেলায় দেওয়ান বাজার ইউনিয়ন দলকে ১ গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করে পূর্ব গৌরীপুর ইউনিয়ন। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছে রাফি। খেলা পরিচালনা করেন আছাব আলী, সাইদুল ইসলাম চৌধুরী, রজব আলী, আনজব আলী।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!