
সিলেট বিভাগে একদিনে নানা ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। সড়ক দুর্ঘটনা, নৌকাডুবি, পানিতে ডুবে যাওয়া, আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যু—বিভিন্ন কারণে এ প্রাণহানি ঘটেছে।
কোম্পানীগঞ্জের সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতদের পেতে রাখা রশিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন সবুজ আহমদ (২১)। আহত হন আরও দুজন। মৌলভীবাজারের জুড়ীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াক আহমদ ফাহিম (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে মারা যান শামছুন্নাহার (৭০)। একই উপজেলার নওনাগর গ্রামে পানিতে ডুবে মা বিলকিস আক্তার (৩০) ও তার মেয়ে বিথী (৩) মারা যান।
হবিগঞ্জের নোয়াপাড়ায় ট্রেন দুর্ঘটনায় এক অজ্ঞাত বৃদ্ধা নিহত হন। মাধবপুরে মনতলা এলাকায় ওসমান মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। জকিগঞ্জে ইজিবাইক দুর্ঘটনায় মারা যান মাছ ব্যবসায়ী জামাল উদ্দিন জামুল মিয়া (৫০)।
এ ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিলেট বিভাগের সর্বত্র।




