ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের দায়ে ২৮ বাংলাদেশিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর একটি আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২-এর বিচারক সি শ্রীধর এই রায় দেন।
তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানির হোস্টেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারের সময় কেউই বৈধ ভিসা বা পাসপোর্ট দেখাতে পারেনি। তারা স্বীকার করেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে চেন্নাই ও তিরুপুর অঞ্চলে ৬ মাস থেকে শুরু করে কেউ কেউ ১০ বছর পর্যন্ত অবস্থান করেছে এবং বিভিন্ন টেক্সটাইল কারখানায় কাজ করেছে।
আসামিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা হয়। আদালত তাদের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করেন। সাজা শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত।
এদিকে, একই সপ্তাহে পশ্চিমবঙ্গে সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।