রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২৩ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। একই তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি বিজ্ঞপ্তিতেও পরীক্ষার স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে আসে। পরীক্ষার্থীরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষাবর্জনের ঘোষণা দেন। ছাত্রসংগঠনগুলো রাজপথে নামার হুঁশিয়ারিও দেয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।