বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক দাওয়াতি মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আছাদুজ্জামান আছাদ। যৌথভাবে সভা সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মাওলানা আব্দুল মুকিত ও সহ-সেক্রেটারি হাফিজ মাওলানা আতিকুর রহমান।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাছান। তিনি বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় খেলাফত মজলিস তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে নিরলস কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক, মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, সভাপতি সিলেট জেলা, মাওলানা আব্দুল কাইয়ুম ও মাওলানা আব্দুল মালিক সহ-সভাপতি সিলেট জেলা,
মাওলানা ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক সিলেট জেলা।
মাহফিলে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন—
আল্লামা আনসারী রহ.-এর সাহেবজাদা মাওলানা সাইফুল্লাহ আনসারী, মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী (মুহাদ্দিস, জামিয়া গহরপুর), মাওলানা কামরুজ্জামান খান আফজল, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা নজির আহমদ, মাওলানা ইমরান আহমদ, মাওলানা মনোয়ার হুসাইন, মাওলানা হুসাইন আহমদ ইছলাহ, হাফিজ তাহির আলি, মাওলানা আব্দুল ওয়াজিদ, মাওলানা শাইখুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আব্দুছ ছালাম ও হুসাইন আহমদ জিতু প্রমুখ।
সভায় বক্তারা খেলাফত মজলিসের কর্মসূচি, ইসলামী রাজনীতির গুরুত্ব, এবং তৃণমূলে দাওয়াতি প্রচার জোরদারের ওপর আলোকপাত করেন।
মাহফিল শেষে কয়েকজন তরুণ আলেম সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।