ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলার মোহচ্ছি বনকাটোয়া গ্রামে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। মাত্র এক বছর বয়সী শিশু গোবিন্দ কামড়ে মেরে ফেলেছে একটি বিষাক্ত কোবরা সাপকে।
ঘটনার সময় গোবিন্দ বাড়ির পাশে খেলছিল এবং তার মা ঘরের পেছনে কাজ করছিলেন। হঠাৎ একটি সাপ বের হয়ে আসলে গোবিন্দ সেটিকে ধরে দাঁত দিয়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন এটি ছিল কোবরা সাপ, স্থানীয়ভাবে যাকে “গেহুঁওন সাপ” বলা হয়।
কামড় দেওয়ার পর গোবিন্দ কিছু সময় অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাকে প্রথমে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বেতিয়া হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ আছে এবং বাড়ি ফিরে এসেছে।
এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, বিশেষ করে শ্রাবণ মাসে সাপ বের হওয়া স্বাভাবিক হলেও শিশুর হাতে সাপের মৃত্যু একেবারেই বিরল ঘটনা।