সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

হবিগঞ্জের শাহজীবাজার কেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক



হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে পুরো জেলা ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজীবাজার ৩৩/১১ কেভি স্টেশনের সুইচিং ব্রেকারে হঠাৎ আগুন লাগলে বিদ্যুৎ সঞ্চালন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

অবস্থার উন্নতি ঘটে আজ শুক্রবার সকাল ১০টার দিকে, যখন পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

ঘটনার বিষয়ে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ নিশ্চিত করেছেন।

এর আগে, শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের এক কর্মী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ সিটি ও ব্রেকারে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর থেকেই হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহকেন্দ্র এবং পুরো জেলায় পল্লী বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন