এ দিকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সূদুর কুয়েত প্রবাসী উদীয়মান তরুণ দুই সংবাদকর্মী মোঃ বিলাল উদ্দিন ও আলাল আহমেদের চিন্তা ও চেতনা’র বহিঃপ্রকাশ ছিলো একটি উন্নত মানের অনলাইন পোর্টালের।
অবশেষে যাত্রা শুরু করলো বহুল প্রতিক্ষিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল ‘প্রতিদিনের পত্রিকা ডটকম’। ১ সেপ্টেম্বর বুধবাব বিকালে আনন্দঘন পরিবেশে রাজানগরে এই পোর্টালের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘প্রতিদিনের পত্রিকা ডটকম’র শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসাইন, তুষার আহমদ, জাফর ইকবাল, সদমান সাকিব চৌধুরী, বিকাশ দাশ, শাহীন ফয়েজ, সন্জয় মালাকার, আবুল হোসেন, শহিদুল ইসলাম স্বপন সহ রাজনগর ও মৌলভীবাজারের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
প্রবাস থেকে শত ব্যস্ততার মাঝে রাজনগরের গর্ব দুই সাংবাদিক আলাল আহমেদ ও বিলাল উদ্দিনের এ রকম একটি পোর্টালের আত্মপ্রকাশে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন স্বাগত কমিটির উপদেষ্টা পরিষদ। এই মহতি উদ্যোগ ও শুভ অগ্রযাত্রা মর্যাদা-ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে- এমন প্রত্যাশা তাদের।