অনেকেই এই কথাটিকে সত্য বলে মনে করেন এবং দৃঢ়ভাবে বিশ্বাসও করেন। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ধারণাটি সঠিক নয়।
এ বিষয়ে আলোচনায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, “মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না—এমন কোনো কথা কোরআন বা সুন্নাহতে নেই। এটি সম্পূর্ণরূপে একটি মনগড়া এবং ভিত্তিহীন কথা।”
তিনি বলেন, যদি ভাই ও বোন উভয়েই জান্নাতে প্রবেশ করেন, তবে অবশ্যই তাদের মধ্যে পুনরায় সাক্ষাৎ হবে। অর্থাৎ জান্নাতে তারা একে অপরকে চিনবেন এবং দেখা-সাক্ষাৎ করবেন।
শায়খ আহমাদুল্লাহ কোরআনের সুরা আবাসার ৩৪ নম্বর আয়াতের উদাহরণ টেনে বলেন, “সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে।” তিনি ব্যাখ্যা করেন, এই আয়াত থেকেই স্পষ্ট বোঝা যায় যে কেয়ামতের দিন ভাই-বোনদের মধ্যে দেখা-সাক্ষাৎ হবে। কারণ, যদি দেখা না-ই হতো, তবে পালিয়ে যাওয়ার প্রসঙ্গই আসত না।
অতএব, ‘মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না’—এমন বক্তব্যের কোনো ভিত্তি ইসলামে নেই। এটি ভুল ধারণা এবং মুসলমানদের এ ধরনের ভিত্তিহীন বিশ্বাস থেকে বিরত থাকা উচিত।