সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি, যুক্তরাজ্যের কার্ডিফ বিএনপির নেতা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী, সংগঠক আলহাজ্ব আশরাফ হোসাইন আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৫ আগস্ট) এক পত্রে কেন্দ্রিয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. শাকিলা ফারহাদ বানু এবং সাধারণ সম্পাদক এইচ এম বেলায়েত এক পত্রে আলহাজ্ব আশরাফ হোসাইনকে এ বিষয়ে অবহিত করেন।
এদিকে আলহাজ্ব আশরাফ হোসাইন আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের সহসভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।