
ছবি সংগৃহীত
সালাম ইসলামের একটি সুন্দর অভিবাদন, যা শান্তি, প্রশান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। এটি মানুষের মাঝে ভালোবাসা বৃদ্ধি করে, বিদ্বেষ দূর করে এবং সমাজে সুখ-শান্তি প্রতিষ্ঠা করে। হাদিসে এসেছে, দুই মুসলমান সাক্ষাতে সালাম ও মুসাফাহা করলে তাদের গুনাহ ক্ষমা করা হয়। নবীজি ﷺ ছোট-বড় সকলকে আগে সালাম দিতেন এবং বেশি বেশি সালাম প্রচার করতে উৎসাহ দিতেন।
সালামের পূর্ণ রূপে “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু” বললে সর্বোচ্চ ৩০ নেকি অর্জন হয়। সাহাবারা বেশি সওয়াবের জন্য সালামে প্রতিযোগিতা করতেন।
তবে আমাদের দেশে প্রচলিত একটি ভুল রীতি হলো, অনিচ্ছাকৃতভাবে কারও পায়ে লাগলে হাত দিয়ে ছুঁয়ে সালাম করা বা হাতে চুমু খাওয়া। ইসলামে এ ধরনের নির্দেশনা নেই। ইসলামী বিদ্বানদের মতে, এ ক্ষেত্রে শুধু দুঃখপ্রকাশ করলেই যথেষ্ট। হাদিসে কেবল হাত মেলানোর (মুসাফাহা) কথা এসেছে; পা ধরা বা মাথা ঝুঁকানো অনুচিত এবং মাকরুহ।