সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ছাতকে নতুন রুটে পাথর পাচার



সিলেটের কোম্পানীগঞ্জ থেকে লুট করা পাথর এখন পাচারের নতুন রুট পেয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের অভিযানের পর সড়কপথ বাদ দিয়ে সংঘবদ্ধ চক্র নদীপথে এসব পাথর ছাতকে নিয়ে যাচ্ছে। সেখান থেকে জাহাজ ও নৌকার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার চলছে।

স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী বর্তমানে ছাতকে স্থায়ীভাবে ব্যবসা করছেন। তারা ভোলাগঞ্জ থেকে নৌপথে বিপুল পাথর এনে গোপনে মজুদ করছেন। পরে বৈধ পাথরের সঙ্গে মিশিয়ে এসব লুটের পাথর পাচার করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, নিয়মিতভাবেই ভোলাগঞ্জ থেকে ছাতকে নৌকায় পাথর আনা হয়। এভাবে প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারে অব্যাহত রয়েছে পাচার কার্যক্রম। বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতি ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতার কারণেই ছাতক এখন ‘সবচেয়ে নিরাপদ রুটে’ পরিণত হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ডিউটি অফিসার এসআই মাসুদ মিয়া বলেন, ছাতকে পাথর আসার বিষয়ে তার জানা নেই। বিস্তারিত জানতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন