সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

আননূর মহিলা মাদরাসার মাহফিল সম্পন্ন: মুমিন যত বুড়ো হয়, তত উজ্জ্বল হয় তার চেহারা – হযরত আল্লামা মুস্তাকুনবী কাসেমী



বরেণ্য বুযুর্গ হযরত আল্লামা গহরপুরী (রাহ.)-এর খলিফা মাওলানা মুহিবুর রহমান (রাহ.) প্রতিষ্ঠিত আননূর মহিলা মাদরাসা, চাম্পারকান্দি-এর মাহফিল সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বাদ যোহর থেকে আসর পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কাইয়ূম হাজীপুরী, মুহাদ্দিস, জামিয়া গহরপুর।
প্রধান অতিথির বয়ান পেশ করেন হাকিমুন নফস হযরত আল্লামা মুস্তাকুনবী কাসেমী (ঢাকা)। তিনি বলেন— একজন মুমিন যত বয়সে অগ্রসর হয়, তার দেহ হয়তো দুর্বল হয়, কিন্তু অন্তর ততটাই প্রশান্ত হয় এবং তার চেহারায় আল্লাহর নূর ও ইবাদতের আলো ফুটে ওঠে। বার্ধক্য মুমিনের জন্য অভিশাপ নয়; বরং এটি হয় বরকতের পুঁজি। কেননা, বয়স বৃদ্ধির সাথে সাথে তার সেজদাহ বেড়ে যায়, তাসবিহে ঠোঁট ভিজে থাকে, আর আল্লাহর স্মরণে হৃদয় প্রসারিত হয়।

দুনিয়ার রঙিন জীবন ক্ষণস্থায়ী। এই জীবনের প্রকৃত সৌন্দর্য ও সফলতা লুকিয়ে আছে পাঁচ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং সুন্নাহর অনুসরণে। তাই আসুন, আমরা সবাই ইবাদতের মাধ্যমে অন্তরকে শুদ্ধ করি এবং আখিরাতের জন্য প্রস্তুত হই। কারণ আল্লাহর সন্তুষ্টিই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।
এছাড়া মাহফিলের বয়ান করেন হাফিজ মাওলানা আজিজুর রহমান ইসলামাবাদী।
বিশেষ মেহমান ছিলেন ফয়েজ আহমদ, পরিচালক, এশিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, সিলেট।
মাহফিল স্পন্সর করে এশিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, বন্দরবাজার, সিলেট

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান, মুহতামিম, আননূর মহিলা মাদরাসা, চাম্পারকান্দি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন