ভ্রমণে হোটেলে ওঠা স্বাভাবিক হলেও সেখানে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশেও হোটেল রুমে লুকানো ক্যামেরা বসিয়ে অতিথিদের গোপন মুহূর্ত ধারণের ঘটনা প্রকাশ পেয়েছে। এটি শুধু গোপনীয়তার নয়, ব্যক্তিগত নিরাপত্তার জন্যও বড় হুমকি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, আলাদা কোনো যন্ত্র ছাড়াই হাতে থাকা স্মার্টফোন দিয়েই লুকানো ক্যামেরা শনাক্ত করা সম্ভব।
-
ফ্ল্যাশলাইট পরীক্ষা: কক্ষের আলো বন্ধ করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আয়না, ঘড়ি, এয়ার ভেন্ট বা ধোঁয়া শনাক্তকারী যন্ত্রে আলো ফেললে লেন্স থেকে প্রতিফলন দেখা যেতে পারে।
-
ইনফ্রারেড শনাক্তকরণ: স্মার্টফোন ক্যামেরায় সন্দেহজনক স্থানে ছোট আলোকবিন্দু দেখা গেলে তা গোপন ক্যামেরার ইনফ্রারেড আলো হতে পারে।
-
বিশেষ অ্যাপ ব্যবহার: ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ডাউনলোড করে রুম স্ক্যান করলে ইনফ্রারেড, চৌম্বকক্ষেত্র বা অস্বাভাবিক সংকেত ধরা পড়ে।
-
ওয়াই-ফাই নেটওয়ার্ক পরীক্ষা: অনেক ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে। নেটওয়ার্কে যুক্ত অচেনা ডিভাইস দেখলেই সতর্ক হওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময় সামান্য সচেতনতা আপনাকে বিপদজনক পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে।