রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে অগ্নিকাণ্ডে দরিদ্র বিধবার বসতঘর পুড়ে ছাই



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে কাজল বেগম নামে এক দরিদ্র বিধবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় শত শত এলাকাবাসী প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে সম্পূর্ণ বসতঘর ভষ্মীভূত হয়ে গেছে। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, একটি সেলাইমেশিনসহ সম্পূর্ণ ঘর ভষ্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিন পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এবং এলাকাবাসী জানান, বিধবা কাজল বেগম ৩কন্যা সন্তানের জননী। বড় মেয়ে রফনার বিয়ে হলেও, ঘরে বিবাহ উপযুক্ত আরও ২টি মেয়ে রয়েছে। দক্ষিণ সুরমার লালাবাজারের বাসিন্দা স্বামী হরমুজ আলীর মৃত্যুর পর থেকে কাজল বেগম দীর্ঘদিন যাবত আনোয়ারপুর পিতার গ্রামে বসবাস করছেন। নিজের কোন ছেলে সন্তান না থাকায় গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় কয়েক মাস আগে টিনশেডের ওইঘরটি বানিয়ে দেয়া হয়েছে। ঘটনার রাতে তারা সিলেটে ডাক্তারের কাছে ছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এলেও অগ্নিকাণ্ডের সময় তারা পাশের বাড়িতে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। স্থানীয় পথচারী এবং প্রতিবেশীদের মাধ্যমে অগ্নিকাণ্ডের বিষয়ে তারা অবহিত হন।

এ ব্যাপারে আলাপকালে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম, বিধবা কাজল বেগমের আত্মীয় আকবর আলী, জামাতা আব্দুল শহীদ, মেয়ে রফনা, লুভনা ও সুবলা বেগম, প্রতিবেশী সুহেল আহমদ, জুয়েল আহমদ প্রমুখ জানান, বিধবা কাজল বেগম অতিদরিদ্র একজন নারী। তার ছেলে সন্তান নেই, ৩ মেয়ে। ১মেয়ের বিয়ে হয়েছে, ঘরে বিবাহ উপযুক্ত ২টি মেয়ে রয়েছে। প্রতিবেশী এবং গ্রামবাসীর সহযোগিতায় তাদের এই বসতঘর নির্মাণ করে দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তারা পুনরায় নিস্ব হয়ে গেছেন। এদিকে ঘটনার পর থেকে কাজলি বেগম সজ্ঞাহীন হয়ে আছেন। কাজল বেগমের মেয়েরা, আত্মীয়রা অগ্নিকাণ্ডের এই ঘটনায় শত্রুতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া অগ্নিকাণ্ডের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!