
ছবি: সংগৃহীত
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আজ (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার বেলা ৩টায় বিএনপির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে সরকার আরও জানিয়েছে, কোনো শক্তি কিংবা ষড়যন্ত্রই ভোট গ্রহণ বন্ধ করতে পারবে না।



