শুরুটা ভালো হলেও ব্যাটিংয়ে প্রত্যাশিত বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে হারিয়ে জয়ের আনন্দেই মাঠ ছাড়ে টাইগাররা। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে। এর মধ্য দিয়ে দেশের বাইরে আফগানদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি–টোয়েন্টি জয়।
টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস মনে করেছিলেন উইকেটে ১৬০ রানের মতো করা সম্ভব। তবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৪। দলের হয়ে সর্বোচ্চ রান আসেছে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। তিনি ৩১ বলে ৫২ রানের ঝলক দেখান, ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছক্কা। ওপেনিং সঙ্গী সাইফ হাসান যোগ করেন ৩০ রান এবং তাওহিদ হৃদয় করেন ২৬।
১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানের ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই বিদায় নেন সেদিকুল্লাহ আতাল। পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেন নাসুম আহমেদ। তিনি তিন ওভার বল করে দেন ১৪টি ডট বল এবং শিকার করেন দুই উইকেট। ফলে শুরু থেকেই পিছিয়ে পড়ে আফগানরা।
আফগানদের আশা হয়ে খেলছিলেন রহমানউল্লাহ গুরবাজ। ৩১ বলে ৩৫ রান করে রিশাদ হোসেনের বলে আউট হন তিনি। এরপর আজমতউল্লাহ ওমরজাই কিছুটা প্রতিরোধ গড়লেও (৩০ রান) তাকে ফেরান তাসকিন আহমেদ। করিম জানাত রানআউট হলে ম্যাচ হাতছাড়া হয়ে যায় আফগানদের। শেষদিকে রশিদ খান ২০ রান করলেও হার এড়ানো সম্ভব হয়নি। পুরো দল গুটিয়ে যায় ২০ ওভারে ১৪৬ রানে।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান নেন তিন উইকেট (২৮ রানে)। নাসুম আহমেদ দারুণ বোলিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৫৪/৫, ২০ ওভার (তানজিদ ৫২, সাইফ ৩০; নূর ২/২৩)
আফগানিস্তান: ১৪৬/১০, ২০ ওভার (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০; মোস্তাফিজ ৩/২৮)
ফলাফল: বাংলাদেশ ৮ রানে জয়ী
ম্যাচসেরা: নাসুম আহমেদ




