রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন সার্জিও গোর এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক সহযোগিতা, সার্কের কার্যক্রম পুনরুজ্জীবন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ড. ইউনূস বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। জবাবে মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

তিনি আরও উল্লেখ করেন, সার্ক গত এক দশক ধরে কার্যত স্থবির হয়ে আছে এবং এটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। পাশাপাশি আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহের কথাও জানান তিনি। ড. ইউনূসের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠ একীকরণ বাংলাদেশের উন্নয়নকে আরও গতিশীল করবে।

এ ছাড়া নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বের ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে পারলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।”

বৈঠকের শেষে সার্জিও গোরকে শিগগিরই বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান ড. মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!