শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইতিহাসে স্মরণীয় দিন ও ঘটনা – ১১।। আব্দুর রশীদ লুলু



 ০১ মে ১৯৮১ – বিহারে হিন্দু-মুসলিম দাঙ্গা অনুষ্ঠিত হয়।

 ২৭ জুলাই ১৯৮১ – পোল্যান্ডে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়।

 ৩০ সেপ্টেম্বর ১৯৮১ – একশত সতের জন যাত্রীসহ ভারতীয় বিমান ছিনতাই করে লাহোরে অবতরণ করা হয়।

 ০৭ মার্চ ১৯৮২ – মস্কোর মহাশূন্য গবেষণা কারখানায় দূর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়।

 ০৩ এপ্রিল ১৯৮৩ – থাই-কাম্পুচিয়া সীমান্তে তুমুল যুদ্ধ শুরু হয়।

 ২৭ ফেব্রুয়ারি ১৯৮৩ – দাঙ্গার ফলে হাজার হাজার লোক আসাম ত্যাগ করেন।

 ০৩ জানুয়ারি ১৯৮৩ – বাংলাদেশে ধনুষ্টংকার প্রতিষেধক টিকা উৎপাদন শুরু হয়।

 ১৯ নভেম্বর ১৯৮২ – নয়াদিল্লিতে ৯ম এশিয়ান গেমস শুরু হয়।

 ২৪ সেপ্টেম্বর ১৯৮১ – প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলায় অভিযুক্ত ১২ জন সামরিক অফিসারের মৃত্যুদন্ড কার্যকর হয়।

 ২৪ মার্চ ১৯৮২ – জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে এবং প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে সরিয়ে সেনাপ্রধান হুসাইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেন।

 ০৩ সেপ্টেম্বর ১৯৮১ – চীনে বৃহত্তম তেলক্ষেত্র আবিস্কৃত হয়।

 ০৭ জুন ১৯৮১ – ইসরাইলী বিমান হামলায় বাগদাদের পারমাণবিক কেন্দ্র বিধ্বস্ত হয়।

 ০৫ মে ১৯৮১ – কারাগারে ৬৬ দিন অনশনের পর আইরিশ গেরিলা ববি স্যান্ডস মৃত্যুবরণ করেন।

 ২০ সেপ্টেম্বর ১৯৮১ – ইরানে বামপন্থী আন্দোলনের ১৪৯ জন নেতাকর্মীকে প্রাণদন্ড দেয়া হয়।

 ২৪ এপ্রিল ১৯৮২ – ঢাকার বায়তুল মোকাররম মসজিদকে জাতীয় মসজিদ ঘোষণা করা হয়।

 ১৯ ফেব্রুয়ারি ১৯৮৩ – ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ার ককাতু শহর নিশ্চিহ্ন হয়ে পড়ে।

 ০২ ডিসেম্বর ১৯৮২ – যুক্তরাষ্ট্রে বিশ্বে প্রথম মানব দেহে কৃত্রিম হৃদযন্ত্র সংযোজন করা হয়।

 ০১ জুন ১৯৮২ – জাতীয় শিল্পনীতি ঘোষণা করা হয়।

 ০৮ জন ১৯৮২ – জাতীয় ঔষধনীতি ঘোষণা করা হয়।

 ২৬ সেপ্টেম্বর ১৯৮১ – ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।

 ১৭ মে ১৯৮১ – দীর্ঘ ছয় বছর পর শেখ হাসিনা ঢাকা প্রত্যাবর্তন করেন।

 ২৬ নভেম্বর ১৯৮১ – নয়াদিল্লীতে সাত দেশের অলিম্পিক কর্মকর্তারা মিলিত হয়ে দক্ষিণ এশীয় স্পোর্টস ফেডারেশন গঠন করেন।

 ২৮ জুন ১৯৮২ – দেশের প্রথম বেসরকারী ব্যাংক ‘আরব-বাংলাদেশ ব্যাংক’ উদ্বোধন করা হয়।

 ১১ জুলাই ১৯৮২ – দ্বাদশ বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে হারিয়ে ইতালি চ্যাম্পিয়ন হয়।

 ১২ ফেব্রুয়ারি ১৯৮৩ – ভারতের দস্যুরাণী ফুলন আত্মসর্ম্পণ করেন।

 ২৬ জুন ১৯৮২ – বাংলাদেশে মেট্রিক পদ্ধতির ওজন ও মাপের মান সংক্রান্ত অধ্যাদেশ জারী করা হয়।

 ২৮ নভেম্বর ১৯৮১ – কোলকাতায় স্টেট ব্যাংক লুট করা হয়।

 ১৪ জুলাই ১৯৮১ – গোয়েন্দাগিরির অভিযোগে মালয়েশিয়া থেকে ৩০০ রূশ কূটনৈতিককে বহিস্কার করা হয়।

 ২৮ জুন ১৯৮২ – বাংলাদেশে জাকাত বোর্ড গঠন করা হয়।

 ২০ ডিসেম্বর ১৯৮১ – ঢাকায় আগা খান গোল্ড কাপ প্রতিযোগিতা শুরু হয়।

 ২০ মে ১৯৮১ – বেলজিয়ামের রাজা ও রাণী ঢাকায় আসেন।

 ৩০ মে ১৯৮১ – চট্টগ্রাম সার্কিট হাউসে আততায়ীর গুলিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন এবং দেশে জরুরী অবস্থা জারী করা হয়।

 ১৫ জুন ১৯৮১ – বাগদাদে দ্বাদশ ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।

 ১৯ জুলাই ১৯৮১ – চীনে বন্যায় প্রায় চার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

 ১৫ জানুয়ারি ১৯৮২ – সাহারা মরুভুমিতে ছয় দিন নিখোঁজ থাকার পর বৃটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের পুত্রকে উদ্ধার করা হয়।

 ২৪ জানুয়ারি ১৯৮৩ – বিধ্বস্ত রুশ উপগ্রহ ভারত মহাসাগরে পতিত হয়।

 ০৫ অক্টোবর ১৯৮২ – ঢাকার ইংরেজি বানান পরিবর্তিত (উধপপধ এর পরিবর্তে উযধশধ) হয়।

 ২৭ ডিসেম্বর ১৯৮১ – জাতিসংঘে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দান করা হয়।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!