রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

৪ দফা দাবিতে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি



ছবি: সংগৃহীত

রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদসহ চার দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর রোববার সকাল থেকে ঢাকায় অবস্থানরত শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তারা জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তবে, শিক্ষা প্রতিষ্ঠানভেদে ভিন্ন চিত্র দেখা গেছে। অনেক এমপিওভুক্ত স্কুল-কলেজে গিয়ে দেখা গেছে, সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান বন্ধ রেখেছেন। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলছে। সেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন, তারা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এর আগে রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে ২০ শতাংশ বাড়িভাড়া ও আরও তিনটি দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা প্রেস ক্লাব এলাকা ত্যাগ করে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

সংগঠনের নেতারা বলেন, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!