
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও ফটোগ্রাফার নাহিদ আহমদ জায়গিরদারের মাতা ফৌজিয়া বেগম জায়গিরদার (ইরানি) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফৌজিয়া বেগমের মৃত্যুর সংবাদে গভীর শোকে পড়েন তাঁর সন্তানরা। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যান তাঁর ছেলে নাহিদ জায়গিরদার। পরদিন ঢাকার সিএমএইচ সেন্ট্রাল মসজিদে নামাজে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়স্বজন, গুণগ্রাহী, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মরহুমার স্বামী ডা. মঈনউদ্দিন আহমদ জায়গিরদার সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারের রাজাপুর গ্রামের বাসিন্দা।
এদিকে নাহিদ জায়গিরদারের মাতার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।




