বালাগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত। আজ (বৃহস্পতিবার) অভিযুক্ত আসামি শিওর খাল গ্রামের আবদুল করিম তালুকদারের ছেলে আব্দুল আহাদ ও স্থানীয় ইউপি সদস্য আইয়ুব উল্লাহর ছেলে একই গ্রামের আজই মিয়াকে তিন দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত।
গত ২৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এ দুই আসামিকে গ্রেপ্তার করে। আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মো. আতাউর রহমান আসামিদের রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশ সাতদিনের রিমান্ড প্রার্থণা করলে, মাননীয় আদালত তিনদিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন। আগামীকাল (শুক্রবার) থেকে তাদের রিমান্ড শুরু হবে।
উল্লেখ্য, ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খায়রুন্নেছা দারুচ্ছুন্নাহ্ ইসলামিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসার ৭শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এ বিষয়ে শুক্রবার ভিকটিমের পিতা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং -৮(২৩/১১/২০১৮। উক্ত মামলায় আটককৃত দু’জনসহ অজ্ঞাত আরো ৪জনকে আসামি করা হয়। বাকি আসামিরা এখনো অধরা রয়েছে।