সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনের সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী। বুধবার (২৮ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
তবে এ আসনে শফি আহমদ চৌধুরী বিএনপি থেকে মনোনয়নের চিঠি পাওয়ার পাশাপাশি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামও এ আসনে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন। অবশ্য নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুসারে একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়নপত্র জমাদানের সময় শফি চৌধুরীর সাথে জেলা বিএনপির সহসভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সাহাব উদ্দিন, কামরুল হুদা জায়গীরদার, আবুল কালাম চেয়ারম্যান, শামীম আহমদ, , তাসলিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।