
ছবি সংগৃহীত
যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল বা ভুয়া কাগজপত্র জমা দিলে সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়, ভিসা আবেদনে কোনো ধরনের জাল নথি জমা দেওয়া গুরুতর অপরাধ। এতে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়। তাই আবেদনকারীদের সর্বদা বৈধ ও সঠিক কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো ঝুঁকি না নিতে বলা হয়েছে।
এর আগে রোববার জারি করা আরেক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কখনোই গ্যারান্টিযুক্ত নয়। ভিসা ‘নিশ্চিত করে দেওয়া’—এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার অংশ। এ ধরনের ফোনকল, ই-মেইল বা টেক্সট বার্তা এলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
হাইকমিশন আরও জানায়, ভিসা আবেদন গ্রহণ থেকে শুরু করে মূল্যায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যুক্তরাজ্যের সরকারি ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠান বিশেষ প্রভাব খাটাতে পারে না কিংবা কোনো নিশ্চয়তা দিতে পারে না।
শেষে ভিসা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা ও যাচাইয়ের জন্য ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়।



