রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহারে নিষেধাজ্ঞা দিল এনএসসি



আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলোয়াড়দের নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সোমবার উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণা বা কোনো প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহার করা যাবে না। পাশাপাশি খেলোয়াড়দের কোনো নির্বাচনি সভা, সমাবেশের মঞ্চ কিংবা প্রচারণামূলক কাজে উপস্থিত হওয়াও সম্পূর্ণ নিষেধ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের সুনাম বজায় রাখতে প্রতিটি খেলোয়াড়কে তাদের নিজস্ব ক্রীড়া পারফরম্যান্সের ওপর মনোনিবেশ করতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এনএসসি সতর্ক করে জানায়, এসব নির্দেশনার কোনো লঙ্ঘন দেশের চলমান সুস্থ ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা মোটেই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থ ও ক্রীড়াঙ্গনের সামগ্রিক কল্যাণে নির্দেশনাগুলো যথাযথভাবে মানার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!