শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পাকিস্তানের বিপক্ষেও গ্যালারিতে থাকছেন বালাগঞ্জের টাইগার ভাই



এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যেকটি খেলায় গ্যালারি মাতিয়েছেন বালাগঞ্জের টাইগার ভাই। প্রত্যেকটি ম্যাচেই টিভি পর্দায় ছিল তাঁর উপস্থিতি।  তাঁর এই ধারাবাহিক উপস্থিতি আজও লর্ডসে থাকছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। সেমিফাইনাল থেকে ছিঁটকে পড়া বাংলাদেশ দলকে পাকিস্তানের বিপক্ষে পুরো উদ্যমে মাঠের গ্যালারি থেকে সমর্থন দিতে উন্মুখ তিনি।

কথা প্রসঙ্গে এই ভক্ত বললেন, বাংলাদেশ সেমিফাইনালের দৌড় থেকে ছিঁটকে পড়েছে তা জানি। কিন্তু বাংলাদেশ দল তাদের সর্বোচ্চ চেষ্ঠ করেছে সেমিফাইনালে যাওয়ার। যেতে পারে নাই তা আমাদের দূর্ভাগ্য। দক্ষিণ আফ্রিকার মত দলও তো সেমিফাইনালের দৌড় থেকে ছিঁটকে পড়েছে।  শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি যদি আমরা জিততে পারি তাহলে তা হবে অনেকটা তৃপ্তিদায়ক। উপমহাদেশে ভারতের পর আমরাই যে শক্তিশালী দল তা ভালোভাবে প্রমাণিত হবে। তাই এই ম্যাচটি আমাদের জেতা অবশ্যই জরুরী।

বাংলাদেশ দলের প্রতি যাঁর এতো ভালোবাসা, দলকে পুরো বিশ্বকাপজুড়ে তিনি অকৃপণ সমর্থন দিয়ে গেছেন সেই টাইগার ভাই পূর্ব লন্ডনের শ্যাডওয়েল এলাকার বাসিন্দা। তাঁর পুরো নাম মোহাম্মদ ইমাদ আহমেদ। ডাক নাম সবুজ। তবে ইতোমধ্যে আরেকটি নাম পেয়ে গেছেন – ‘টাইগার ভাই’। অপরিচিতরা তাঁকে টাইগার ভাই বলেই ডাকে। এমনকি পরিচিতরাও তাঁকে টাইগার ভাই বলে ডাকতে শুরু করেছে বলে জানালেন এই টাইগার ভক্ত।

তাঁর পরিবার সম্বন্ধে জানতে চাইলে জানালেন, বাবা ছানোয়ার আহমেদ বেঁচে নেই। মা শারমিন সুলতানা ও তিন ভাইবোন নিয়ে তাঁদের পরিবার। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। জন্ম ও বেড়ে ওঠা সিলেটের বালাগঞ্জের গহরপুরের আনোয়ারপুর গ্রামে। বালাগঞ্জের দেওয়ান আবদুর রহিম হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ভর্তি হয়েছিলেন মদন মোহন কলেজে। কিন্তু এইচএসসি শেষ না করেই ২০০৯ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে তিনি একটি বিয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!