
ছবি সংগৃহীত
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন শেষ করতে আহ্বান জানিয়েছে বিলেতের বাংলা মিডিয়ার শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম। তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন।
ওয়ারিসুল ইসলাম জানান, ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ভোট রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। মোবাইল ফোনে ‘পোস্টাল ভোট বিড’ অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে খুব সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। প্রয়োজন হবে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যে ব্যালট পেপার পাঠানোর ঠিকানা।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে আবেদনকারীর যুক্তরাজ্যের ঠিকানায় ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ পাঠিয়ে দেওয়া হবে। এরপর অ্যাপে লগইন করে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে—এ সময় মোবাইলের লোকেশন অবশ্যই অন রাখতে হবে। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে স্বাক্ষরসহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিস বা পোস্ট বক্সে জমা দিলে তা বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে।
তিনি সতর্ক করে বলেন, একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে; একইভাবে ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলে ডিভাইস ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ১৮ ডিসেম্বরের আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, বিশ্বজুড়ে দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের দাবি—বিদেশ থেকে ভোট দেওয়ার অধিকার—অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা বিদেশে বসেই ডাকযোগে ভোট দিতে পারবেন। এই দাবি বাস্তবায়নে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকরা দীর্ঘদিন সংবাদ প্রচার ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, “সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ১৮ ডিসেম্বর দোরগোড়ায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করা যাবে না।”
জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে যেসব সংগঠন ও ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, প্রেস ক্লাব তাদের প্রতি গভীর কৃতজ্ঞ। তিনি জানান, নির্বাচন কমিশন এবার কমপক্ষে ৫০ লাখ প্রবাসীকে পোস্টাল ভোটের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে, এবং শুক্রবার পর্যন্ত ৫০ হাজারেরও বেশি প্রবাসী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। শুধু যুক্তরাজ্যেই ৮ লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন।
তিনি বলেন, “যেহেতু এটি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল, তাই আসুন ১৮ ডিসেম্বরের আগে সবাই নাম রেজিস্ট্রেশন শেষ করে ভোটে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করি। এতে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে পারব। বেশি সংখ্যায় রেজিস্ট্রেশন করে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারলে আন্দোলনের সফলতা আরও সুস্পষ্ট হবে।”





