রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট-৩ আসনে চমক: রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু



সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের নির্বাচনে এ বছর বড় ধরনের চমক দেখা যাচ্ছে। আন্দোলনরত আট দলের সম্ভাব্য একক প্রার্থী হিসেবে সামনে এসেছেন জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম ও বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বরেণ্য আলেম আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী (রহ.)–এর একমাত্র সাহেবজাদা।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জামিয়া গহরপুর মাঠে উলামা–সুধীদের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাকে রিকশা প্রতীকের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেন। আট দলের আসন সমঝোতায় এই আসনটি খেলাফত মজলিসের ভাগে যাওয়ার বিষয়টি সমাবেশে ইঙ্গিত করা হয়।

সমাবেশে মামুনুল হক বলেন, গহরপুরের মাটি ইসলামী আদর্শের শক্ত ঘাঁটি। এখানকার মানুষ বিপুল ভোটে মুসলেহ উদ্দীন রাজুকে বিজয়ী করবেন।

নিজ বক্তব্যে মাওলানা রাজু জানান, রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা তাঁর ছিল না। তবে আলেম সমাজ ও এলাকার মানুষের অনুরোধে বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছেন।

অন্যদিকে এই আসনে ইতিমধ্যে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করেছিল।
তবে আট দলের আলোচনায় আসনটি খেলাফত মজলিসকে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত ধাপে পৌঁছেছে বলে জানা বিশ্বস্ত সূত্রে জানাগেছে। ফলে পূর্বঘোষিত প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরীর পরিবর্তে মুসলেহ উদ্দীন রাজুকেই সামনে আনা হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে জামিয়া গহরপুরের নেতৃত্বে থাকা মাওলানা রাজু বেফাকের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তরুণ আলেমদের মধ্যে তিনি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। রাজনীতিতে নিরপেক্ষ অবস্থানে থাকায় সব পক্ষেই তার গ্রহণযোগ্যতা বেশি। স্থানীয়দের মতে, তাকে প্রার্থী করা হলে আট দলের পক্ষে নির্বাচনি সমীকরণ আরো শক্ত হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!