ফেঞ্চুগঞ্জ উপজেলার জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে নবপল্লব প্রকল্পের ‘প্রকল্প অবহিতকরণ’ সভা সোমবার (৮ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নবপল্লবের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় নবপল্লব কেয়ার বাংলাদেশের রিজওনাল ম্যানেজার মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার।
সভায় নবপল্লব প্রকল্পের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আতিকুল গনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.জামিল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, উপজেলা পরিসংখ্যানবিদ সুরনজীত কর সুজন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, ইনফরমেশন সার্ভিস অফিসার অন্তু রানী শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার সীমা সরকার, সাব ইন্সপেক্টর রাহুল রয় জনি, ইন্সট্রাক্টর আনসার এন্ড ভিডিপি সরনজীত দাস, প্রকল্প ব্যবস্থাপক ‘ডিএসকে’ দীপেন্দ্র চন্দ্র সরকার, প্রকল্প কর্মকর্তা (ওয়াশ ইন্জিনিয়ার) ‘ডিএসকে’ আল সাবা মিয়া, প্রকল্প কর্মকর্তা (ক্যাপাসিটি বিল্ডিং) মালঞ্চ রেমা, কেয়ার বাংলাদেশের রেজিওনাল ম্যানেজার মো. হাসিব মীর, এসও-সিএলপি মো. সাইফুর রহমান, এসইওপিও মতিন তালুকদার, উপজেলা প্রজেক্ট অফিসার মাহমুদা আক্তার, সিএনআরএস মো. আশরাফুল ইসলাম, মনিটরিং লিড ফিল্ড ম্যানেজার সিএনআরএস মনিরুজ্জামান, আইডিই তৌহিদুর রহমান, আরএম এফএন্ডএমজি মতিউর রহমান, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্জাক আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য শহিদ আহমদ চৌধুরী জুলহান প্রমুখ।
নবপল্লব প্রকল্পটি ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের যেসব পরিবার জলবায়ু পরিবর্তনের জন্য ঝুকিপূর্ণ তাদের জীবন মান উন্নয়নে অবকাঠামো, দারিদ্র বিমোচন, স্যানিটেশন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাসহ নানা উন্নয়নমূলক কাজ করবে বলে জানান নবপল্লব কেয়ার বাংলাদেশের রেজিওনাল ম্যানেজার মো. জয়নাল আবেদিন ও মো. হাসিব মীর।


