জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ছয়জন ক্রিকেটার খেলবেন। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারির এ ম্যাচের জন্য আকবর আলীর সঙ্গে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান ও শরিফুল হাসান। অনূর্ধ্ব-১৯ দলের ছয়জনের সঙ্গে ডাক পেয়েছেন ফারদিন খান, রিশাদ হোসেন, সুমন খান, আল আমিন ও মুকিদুল ইসলাম। আর জাতীয় দলের স্বাদ পেয়েছেন এমন খেলোয়াড়দের মধ্যে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম ও আমিনুল ইসলাম। যদিও এ দুজনই জাতীয় দলে শুধু টি-টোয়েন্টি খেলেছেন। স্কোয়াডে দুজন লেগ স্পিনার রেখেছেন নির্বাচকেরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদ্যসের এ দল ঘোষণা করে বিসিবি।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: মোহাম্মদ নাঈম, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, আকবর আলী, আল আমিন (জুনিয়র), ফারদিন খান, শরিফুল হাসান, সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান।