বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদ আব্দুল ওয়াহিদ

বাবা তোমায় মনে পড়ে



কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ

(স্মরণ :  ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর আমার বাবা এ পৃথিবী ছেড়ে চলে যান। রবিবার বাবা দিবসে সেই স্মৃতি গুলো বার বার মনে পড়েছে।)

অসুস্থতায় বিছানাতে শুয়ে
ভাবলে তুমি বাবা
দু’দিন পরে ঈদুল আযহা
কেমনে বাড়ী যাবা।

বাড়ির সবাই কী করছে
কে কিনেছে গরু?
কুরবানির ঐ গরুটা কী
হালকা কি,না পুরু।

এসব শুনে মনে হলো
ঈদ আনন্দে খুশি
আগের চেয়ে এখন তুমি
সুস্থ অনেক বেশি।

নেবুলাইজার মেশিন কিনতে
গেলাম আমি শহর
বাসা থেকে বাড়িতে তোমায়
পাঠালাম দ্বিপ্রহর।

শহর থেকে ফিরতে আমার
অনেক রাত্রি হলে
অপেক্ষাতে তাকিয়ে তুমি
রইলে কপাট খুলে।

রাত ১১টায় আমি যখন
ফিরে এলাম বাড়ী
মেশিন দেখে খুশিতে তুমি
দেখলে হাতে নাড়ি।

সৌরশক্তিতে মেশিন চালিয়ে
নেবুলাইজার দিয়ে
অক্সিজেনটা দিয়ে দিলাম
ঘুমালে প্রশান্তি নিয়ে।

নিশিরাতে দুঃস্বপ্ন দেখে
চিৎকারে বাবা বলে
দৌড়ে চলে এসে দেখি
তুমি পড়েছো ঢলে।

সবাই মিলে ধরাধরিতে
উত্তর দক্ষিণ করে
চিরতরে শুইয়ে দিলাম
চোখে অশ্রু ঝরে।

ঈদের পূর্বদিন রেখে এলাম
তোমায় কবর দেশে
যেথায় আছেন মা জননী
তারই পূর্ব-উত্তর পাশে।

বাবা তোমায় মনে পড়ে
আজকে অনেক বেশি
সেদিনের কথা মনে করে
করি নি ঈদের খুশি।

মহান প্রভুর কাছে আমি
করি আজ মোনাজাত
কবর দেশে বাবা-মা’কে
দাওগো তুমি নাজাত।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!