শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বিশ্বকাপ ফুটবল : পুরান ঢাকায় ব্রাজিল সমর্থকদের মিছিল



পুরান ঢাকায় ব্রাজিল সমর্থকদের মিছিল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল হচ্ছে সুদূর রাশিয়ায়। বাংলাদেশ সেই বিশ্বকাপে নেই, এমনকি কখনও কোন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেনি। তবু ফুটবল বিশ্বকাপ আসলে বাংলাদেশে উত্তেজনা বিরাজ করে। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে এই উত্তেজনা। বিশ্বকাপ ফুটবলে এই দুই দেশকে ঘিরে বাংলাদেশ সমর্থকরা দু’ভাগে বিভক্ত হন। যদিও এই দুই দেশের সাথে বাংলাদেশের তেমন কোন স্বার্থ সংশ্লিষ্ট লেনদেন বা সাংস্কৃতিক মিল নেই, তারপরও বিশ্বকাপ আসলে এই দুই দেশের সমর্থনে বাংলাদেশের ফুটবল প্রেমী জনগণ দু’ভাগে বিভক্ত হয়ে যান। দুই দলের সমর্থকরা তাঁদের দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলাদেশের অলিগলি দুই দেশের পতাকা ফেস্টুনে ভরে যায়।

গতকাল ব্রাজিলের খেলার আগে পুরান ঢাকায় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করেন হাজারো ব্রাজিল সমর্থক। পুরান ঢাকার দয়াগঞ্জ, নারিন্দা, গেন্ডারিয়া, ধূপখোলা, মুরগিটোলা, ধোলাইখাল, রায়সাহেব বাজারে রবিবার বিকেলে মোটরসাইকেলে এবং হেঁটে একাধিক ব্রাজিল সমর্থকদের সমর্থকরা বাঁশি বাঁজিয়ে, ‘ব্রাজিল ব্রাজিল’ বলে উল্লাস প্রকাশ করেন। এ সময় রাস্তার দুই পাশের পথচারীদের কেউ কেউ ব্রাজিল সমর্থকদের উৎসাহ দেন। পাশাপাশি ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে ট্রাকে বাদ্যযন্ত্রের তালে তালে সাম্বা নৃত্য করতেও দেখা যায়।

আনন্দ মিছিলে অংশ নেওয়া এক সমর্থক জানান, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলই সেরা। আর সেটার প্রমাণ মিলবে আজ রাতেই।

উল্লেখ্য, গতকাল রাত ১২টায় রাশিয়ার রোস্তভ স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। যদিও  ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!