ক্রোয়েশিয়ার কাছে ০-৩-এ হেরে আর্জেন্টিনার বিশ্বকাপের গ্রুপ পর্ব উতরানো অনেকটা এখন অনিশ্চিত। খোদ আর্জেন্টাইন মিডিয়া মেসিদের এমন হতাশামাখানো পারফরমেন্সে বেশ সমালোচনায় মেতে উঠেছে। কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল দলের যে লাখ লাখ সমর্থক, বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে শোচনীয় হারের পর তাঁরা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন।
ফেসবুক-টুইটারে রীতিমত মাতম চলছে এ নিয়ে। যারা আর্জেন্টিনার সমর্থক, তাঁরা এতটাই স্তম্ভিত যে, বেশিরভাগই চুপ মেরে গেছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায় – মৌ ইসলাম মিম নামে একজন লিখেছেন, “প্রতিক্রিয়া জানানোর মতো মানসিকতাও হারিয়ে গেছে গতকাল থেকে।”
নাজিম উদ্দীন নামে আরেকজনের মন্তব্য, “আসলে মেসি হাল ছেড়ে দিয়েছে গত বিশ্বকাপেই। এবারের খেলাটা ছিল মনের বিরুদ্ধে জোর করেই। আর ফুটবলে দশজন প্লেয়ারের কি করার আছে, যদি একজন গোলকীপারের ভুলে দল বিপর্যয়ের মুখে পড়ে?”
অসিত মুখোপাধ্যায় নামে আরেকজন লিখেছেন, “সত্যি কথা বলতে কি, ভাবা যাচ্ছে না। আমি কোন দলের সমর্থক নই, ভালো খেলা দেখতে চাই। এখনও বিশ্বাস হচ্ছে না। এত শোচনীয় অবস্থা আমি আর্জেন্টিনা দলের কখনো দেখিনি।
আর বাংলাদেশে তাদের প্রতিদ্বন্দ্বী শিবির ব্রাজিলের সমর্থক যারা, তারা আর্জেন্টিনার সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রুপে জর্জরিত করার এই সুবর্ণ সুযোগটি পুরোপুরিই কাজে লাগাচ্ছেন।
আর্জেন্টিনার এই শোচনীয় অবস্থার পর যারা দল বদলের কথা ভাবছেন, তাদের জন্য একটি আবেদনপত্র ছেড়েছেন ব্রাজিল সমর্থকরা!
“আপনার আশে-পাশে থাকা আর্জেন্টিনার সাপোর্টারদের সঙ্গে দিন। তাদের পানির বোতল এগিয়ে দিন, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে রাখুন।”
আরেকটি ছবিও অনেকের ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে। একজন আর্জেন্টিনা সমর্থক দলের বিপর্যয়ে অজ্ঞান হয়ে গেছেন! তার মাথায় পানি ঢালছেন এক ব্রাজিল সমর্থক।