সিলেট নগরীর কাজিরবাজারে শনিবার (২৩ জুন) বিকাল ৩টায় পুলিশের সাথে ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ১৮/২০ জন নেতা-কর্মীকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর ছাত্রদল।
জানা যায়, শনিবার বিকাল ৩টায় নগরীর কাজিরবাজার থেকে একটি মিছিল রেজিস্ট্রি মাঠে আসছিল। এ সময় পুলিশ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল জানান, পুলিশ কাজিরবাজার এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বাড়ি লক্ষ্য করেও ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, রাহিয়ান চৌধুরী রাহি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা তপু আহমদ খানসহ ১৮/২০ জন নেতা-কর্মীকে আটক করেছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ৪০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ এবং এ ঘটনায় ১৮/২০ জনকে আটকের বিষয়টি এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব নিশ্চিত করেছেন।