শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালন



‘মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বালাগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। রোববার (০২ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. নাজমুল হাসান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নির্মল চন্দ্র বণিক, উপজেলা যুব উন্নযন অফিসার আমিনুল হক সরকার, ইউপি সদস্য রাখাল চন্দ্র দাস প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইদুর রহমান। গীতা পাঠ করেন প্রদীপ দেব।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!