বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের সাবেক পিপি, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম সজীবের বাড়িতে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গত বুধবার (০৫ মে) রাতে পর্যায়ক্রমে পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াওর, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মেম্বার এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন। এ সময় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ তাঁর সাথে ছিলেন।