শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জালালপুরের রায়খাইলে ২শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী উপহার



সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের স্বত্তাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী, যুক্তরাজ্য প্রবাসী হোসেন আহমদ, সালেহ আহমদ এবং আলী আহমদের অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের সুবিধাবঞ্চিত, অস্বচ্ছল ২শতাধিক পরিবারকে পবিত্র রমজান মাস এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আড়াই লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। এছাড়া রায়খাইল গ্রামের ১০টি মসজিদের ইমামদের হাদিয়া প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে রায়খাইলস্থ প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তৃতা করেন – সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য শহিদুর রহমান শাহীন, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান সুফন, জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সদস্য ফারুক আহদ চমক আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান বাবলু, বিশিষ্ট মুরুব্বি আব্দুল আহাদ, সমুজ আলী, আব্দুল হান্নান, শরাফত আলী, লিপন মিয়া, গৌছ মিয়া, কয়েস আহমদ, নজরুল ইসলাম, সেলিম আহমদ, কামরান আহমদ মুরাদ প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!