ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে দেড় শত পরিবারের মধ্যে নগদ ২লক্ষ টাকা ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার সাদীপুর ইউনিয়নের সুন্দিখলা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছালেহ আহমদ, ছাবির আহমদ ও আলী আহমদ এর পক্ষ থেকে তাদের নিজ বাড়িতে এ নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ছাবির আহমদ, গ্রামের মুরব্বী হাজি মোঃ আছন আলী, সাদীপুর ইউপি’র সাবেক সদস্য আক্কাছ আলী তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী হাজি মোছাঃ তয়মনা খাতুন, ফাহিম আহমদ, রিজুয়ান আহমদ, সমাজসেবক মোঃ শহিদ আহমদ, আনিছুজ্জামান লালন, মধ্যপ্রাচ্য প্রবাসী রুমন আহমদ, গ্রামের মুরব্বী সমছু মিয়া, তরাশ মিয়া, গৌছ উদ্দিন, ইশরাক উদ্দিন, সজ্জাদ মিয়া, রিপন আহমদ, লায়েছ আহমদ, ইমন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসী ছাবির আহমদকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।