রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলামের মায়ের মৃত্যুতে বালাগঞ্জ প্রতিদিন সম্পাদকের শোক প্রকাশ



ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক  শামসুল ইসলামের মাতা শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান।

এক শোক বার্তায় বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক বলেন, শাহানারা বেগম একজন গুণী, আদর্শবান ও রত্নগর্ভা মাতা ছিলেন। তাঁর মৃত্যুতে একজন গুণী ও আদর্শবান ব্যক্তিত্বের শূন্যতা তৈরি হলো। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, শামসুল ইসলামের মাতা শাহানারা বেগম ৭৭ বছর বয়সে বুধবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় (বাংলাদেশ সময়) সিলেটের পার্ক ভিউ ক্লিনিকে ইন্তেকাল করেন। তিনি করোনা পজিটিভ হিসাবে ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ডুংশ্রী গ্রামে পারিবারিক কবরস্থানে পরের দিন বাদ জোহর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!