সিলেটে র্যাবের পৃথক পৃথক অভিযানে ১৬ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার (২৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল সিলেট বিমানবন্দর থানার লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুর্গাবাড়ী মন্দিরের সামনে থেকে দেশীয় তৈরী চোলাই মদ সহ মাদক ব্যাবসায়ী সুবাসকে আটক করা হয়।
অন্যান্য সাজা প্রাপ্তরা হলেন- হবিগঞ্জের আনজর আলীর পুত্র হারুন মিয়া, মোগলাবাজারের রুবেল মিয়ার পুত্র ইমরান হোসেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার কেরামত আলীর পুত্র আমিন উদ্দিন, দক্ষিন সুরমার লাউয়াই গ্রামের আব্দুল্লার পুত্র সুমন, নেত্রকোনার মরহুম আব্দুল জায়েদের পুত্র মিজানুর রহমান, নোয়াখালীর মাইজদিরর সোলায়মানের পুত্র রিপন, সুনামগঞ্জের শাল্লার কাশেম মিয়ার পুত্র শামীম মিয়া, সুনামগঞ্জের দিরাই উপজেলার সুবাদ আলীর পুত্র রাশিদুল, দিরাইর বুরহান উদ্দিনের পুত্র আইন উদ্দিন, একই এলাকার মরহুম শফিক মিয়ার পুত্র শিপলু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রামের আমির আলীর পুত্র মেহেদী হাসান, সুনামগঞ্জের দিরাইর ইসলাম আলীর পুত্র আবুল কালাম, সুনামগঞ্জের তাহিরপুরের আনছার আলীর পুত্র শাহ আলম, বিবাড়িয়া জেলার নবীনগর থানার হারুন মিয়ার পুত্র শাহজালাল মিয়া।