রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজন



আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির সদস্য ও শাপলা সংঘের সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন।

গোলাম রহমান চৌধুরী রাজন

আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর মাছিমপুরস্থ নির্বাচন কমিশন অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন গোলাম রহমান চৌধুরী রাজন (বাঁ থেকে তৃতীয়)

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দীপন, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় গোলাম রহমান চৌধুরী রাজন বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাসমুক্ত করাই তার প্রধান লক্ষ। সেই সাথে ওয়ার্ডের সমস্যাগুলোর সমাধান ও এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাবেন। তিনি ২১নং ওয়ার্ডবাসী ও ভোটারদের দোয়া কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!