বালাগঞ্জ সদর ইউনিয়নের রাধাকোনা গ্রামে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এস এম মেমোরিয়াল ট্রাস্ট্রের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে।
২৮ জুন বৃহস্পতিবার দুপুরে রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ট্রাস্ট্রের চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান শাহীনের অর্থায়নে এ ত্রান বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান মো. লতিফুর রহমান শাহেদ। ছাত্রলীগ নেতা মাহবুব আলম তুহিনের পরিচালনায় ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট্রের উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জুনেদ মিয়া।
এ উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ট্রাস্ট্রের উপদেষ্টা ও উপজেলা খেলোয়াড় কল্যান সংস্থার সভাপতি মো. আইনুর আহমদ রুমন, ট্রাস্ট্রের উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক কুশিয়ারা কূলের প্রকাশক হুসাইন আহমদ, রাজনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক সুধেন্দু দাস অমল, সমাজসেবী সাইস্তা মিয়া, যুবলীগ নেতা লিটন মিয়া, মো. মাখন মিয়া, ট্রাস্ট্রর কোষাধ্য¶ মুহিত মিয়া, রাসু, ফাহিদ, রাজা, আলমগীর, জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।