গত ২৭ জুন (বুধবার) জনস্বার্থ ও মানবাধিকার রক্ষায় ব্রতী সংগঠন ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’ ইউকে শাখা – টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার ও এইচআরপিবি এর জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আয়াস মিয়াকে এক সংবর্ধনা প্রদান করে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে ও মুহাম্মাদ শরীফুজ্জামানের পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআরপিবি সহ সভাপতি ও সাবেক মেয়র মোঃ গোলাম মর্তুজা, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও এইচআরপিবি সহ সভাপতি আং মুকিত চুনু এমবিই, এইচআরপিবি সহ সভাপতি মোঃ এলাইছ মিয়া মতিন ও এইচআরপিবি জেদ্দা শাখার আহ্বায়ক এবি এম নুরুল হক।
সংবর্ধনা সভায় আগত অতিথি বৃন্দ তাঁদের বক্তব্যে কাউন্সিলার আয়াছ মিয়াকে উদ্দেশ্য করে বলেন – মানুষের কাজের স্বীকৃতি এবং অর্জনে উৎসাহ প্রদান কোন লৌকিকতা নয়, মানুষকে মূল্যায়ন করা সাফল্যের স্বীকৃতি দেয়া একটি সামাজিক দায়িত্ব। যা দেখে আমাদের নতুন প্রজন্ম ভালো কাজের প্রতি এগিয়ে আসবে, সমাজ ও জাতি উপকৃত হবে।
তাছাড়া একজন আয়াছ মিয়া ব্যবসায়ী থেকে কাউন্সিলার, কেবিনেট মেম্বার এবং সর্বোপরি সম্মানজনক স্পিকার নির্বাচিত হওয়ায় নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন তার এই অর্জনে বাঙ্গালী কমিউনিটি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধক্ষ্য মৌলানা রফিক আহমদ, এইচআরপিবি এসিসট্যান্ট সেক্রেটারি আবুল হোসেন, সাংবাদিক রুপি আমিন, সাংবাদিক এম আব্বাছ উজ জামান, সহ কোষাধক্ষ্য আং হান্নান, আব্দুল আজিজ, মোঃ সাজিদ আলী মেনন, ওয়াহিদ আলী, সিদ্দিকুর রহমান, সেলিম আহমদ, চানু মিয়া, ফারুক উদ্দীন আহমেদ, সিরাজুল ইসলাম, চন্দন দে, মোঃ জিয়াউল হক জিয়া, রাজীব হক, সেলিম মিয়া, সিরাজ আহমদ, রিপন আহমদ, জিয়াউল ইসলাম ও মোঃ শামছুল আলম প্রমুখ।
সংবর্ধনার জবাবে স্পিকার আয়াছ মিয়া বলেন আজকে আমার যে প্রাপ্তি, সে প্রাপ্তি ও সাফল্যের অংশীদার আপনারা। আপনাদের সহযোগিতা ও উৎসাহ, বিশেষ করে আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং আমার সহকর্মী কাউন্সিলরদের ভালোবাসা আমাকে আজকের এ পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেছে। তিনি আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের স্বার্থে কমিউনিটির সাথে আরো ঘনিষ্ঠ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।