শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে পিয়ারা বেগম শিক্ষা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ



পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জ উপজেলার মরহুম মিসেস পিয়ারা বেগম শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৩শটি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গত শনিবার (০৮ মে) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এলাকার সুবিধাবঞ্চিত, অস্বচ্ছল পরিবারদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মরহুম মিসেস পিয়ারা বেগম শিক্ষা ফাউন্ডেশনের ট্রাস্টি সামস উদ্দিন সামস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পূর্ব গহরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বিশিষ্ট মুরুব্বি রইছ মিয়া, সমাজকর্মী সৈদুর রহমান, শামিম আহমদ, হাসিবুর রহমান লিপু, কাওসার আহমদ মিনু, শামীম আহমদ এবং মরহুম মিসেস পিয়ারা বেগম শিক্ষা ফাউন্ডেশনের ট্রাস্টি নাসির উদ্দিন রহিম প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!